বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ব্রাজিলের প্রেসিডেন্ট পদে অভিষিক্ত বোলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট পদে অভিষিক্ত  বোলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির কট্টর ডানপন্থি নেতা জাইর বোলসোনারো। গত ২৮ অক্টোবরের নির্বাচনে জয়লাভের পর গত ১ জানুয়ারি শপথগ্রহণ করেন ‘ব্রাজিলের ট্রাম্প’ নামে খ্যাত সাবেক এ সেনা কর্মকর্তা। এর মধ্য দিয়ে বিশ্বরাজনীতিতে এখন পর্যন্ত সর্বশেষ  কঠোর ডানপন্থি নেতা হিসেবে আবির্ভূত হলেন তিনি। শপথ নেওয়ার পরপরই ‘সমাজতন্ত্রের কবল থেকে স্বাধীনতা’ ঘোষণা করেন। মিত্র উন্নয়নশীল দেশগুলোর বলয় থেকে বেরিয়ে পশ্চিমা দুনিয়ার সঙ্গে মিত্রতা স্থাপনের পরিকল্পনা রয়েছে তার। এরই মধ্যে ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে ব্রাজিলের ইসরায়েল দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ইঙ্গিত দিয়েছেন তিনি। বোলসোনারোর বিরুদ্ধেও নারী, সমকামী ও সংখ্যালঘুদের প্রতি ঘৃণা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে। বিরোধীরা বলছেন, সাবেক এই সেনা কর্মকর্তার উত্থানে দেশটির গণতন্ত্র হুমকির মুখে পড়বে। বিবিসি

সর্বশেষ খবর