বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইউনেস্কো ছাড়ল যুক্তরাষ্ট্র ইসরায়েল

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর সদস্য পদ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। তার সঙ্গে ইসরায়েলও সংস্থাটির সদস্য পদ বাতিল করেছে। ১ জানুয়ারি মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে ২০১৭ সালে সংস্থাটি থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। সংস্থাটির বিরুদ্ধে ইসরায়েল বিদ্বেষীর অভিযোগ তোলা হয়। ২০১৮ সাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইউনেস্কোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কও শেষ হয়ে গেল। তাদের সঙ্গে ইসরায়েল বিরোধিতার অভিযোগ তুলে ইউনেস্কো ছাড়লো যুক্তরাষ্ট্রও। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে, ইসরায়েলের বিরুদ্ধে বৈষম্যের নীতি গ্রহণ করেছে ইউনেস্কো। ইসরায়েল রাষ্ট্র ও ইহুদিদের ঘৃণা করে, এমন লোকরা ইতিহাস বিকৃতিতে সংস্থাটিকে কাজে লাগাচ্ছে।’ ২০১৭ সালে ঘোষণা দিলেও ইউনেস্কোর নিয়ম অনুযায়ী, কোনো সদস্য পদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে সে ঘোষণা কার্যকর হয় পরের বছরের শেষে। ১৯৪৯ সালে ইউনেস্কোতে যোগ দেয় ইসরায়েল। ওয়ার্ল্ড হেরিটেজ প্রকল্পের জন্য বিশ্বজুড়ে সমাদৃত সংস্থাটি। ইসরায়েলে নয়টি বিশ্ব ঐতিহ্য রয়েছে। এর মধ্যে হাইফা অঞ্চলের বাহাই গার্ডেন, মাসাদার বিবলিক্যাল নিদর্শন এবং  হোয়াইট সিটি উল্লেখযোগ্য।

সর্বশেষ খবর