শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মেরকেলসহ শত রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্য ফাঁস

মেরকেলসহ শত রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্য ফাঁস

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ দেশটির শত শত রাজনীতিবিদ হ্যাকারের হামলার শিকার হয়েছেন। সাইবার হামলার মাধ্যমে হাতিয়ে নেওয়া তাদের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগত চ্যাট, ক্রেডিট কার্ডের বিবরণসহ ব্যক্তিগত যোগাযোগের ঠিকানা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত হয়েছে। জার্মানির সব রাজনৈতিক দলের নেতারা এ হামলার শিকার হলেও দেশটি কট্টর ডান-দল এএফডির কেউ আক্রান্ত হননি। জার্মানির বার্লিনভিত্তিক রাষ্ট্রীয় গণমাধ্যম আরবিবি ইনফোরেডিও তাদের একটি প্রতিবেদন প্রকাশ করে গতকাল সকালে। সেখানে বলা হয়, দলগুলোর একান্ত গোপনীয় তথ্য এবং কয়েকশ রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে অনলাইনে। রাষ্ট্রীয় পর্যায়ের রাজনীতিবিদরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম এই খবরটি জানাজানি হয়। অবশ্য গত বছরের ডিসেম্বরের শুরুতেই হামবুর্গভিত্তিক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বেশকিছু তথ্য প্রকাশ করা হয়েছিল। এ ছাড়া খ্যাতনামা ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়েছে। গত মাসে এ হামলার চালানো হলেও এর সঙ্গে কে বা কারা জড়িত সে সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। সাইবার হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি, তবে জার্মান আইনমন্ত্রী কাটারিনা বেয়ালি একে মারাত্মক হামলা বলে অভিহিত করেছেন। এএফপি

সর্বশেষ খবর