শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মার খেয়েও দায়িত্বে অনড় নারী সাংবাদিক

মার খেয়েও দায়িত্বে অনড় নারী সাংবাদিক

শবরীমালা মন্দিরে দুই মহিলার প্রবেশের পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে কেরালায়। বিক্ষোভ চলছিল তিরুঅনন্তপুরমেও। সেই তাণ্ডবের ছবিই তুলতে গিয়েছিলেন চিত্রসাংবাদিক শাজিলা আবদুল রহমান। পরিস্থিতি বেগতিক দেখে তিনি সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করছিলেন। তার ওপর নজর পড়তেই রে-রে করে তেড়ে আসেন বিক্ষোভকারীরা। মারধর তো বটেই, চলে হেনস্তাও। ক্যামেরা কেড়ে নেওয়ারও চেষ্টা করেন বিক্ষোভকারীরা। কিন্তু তিনি হাল ছাড়েননি। সেই অবস্থায়ই ছবি তুলে গেছেন। তবে তার ঘাড়ে, পিঠে আঘাত লেগেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। কেরালার কৈরালি টিভি চ্যানেলের চিত্রসাংবাদিক শাজিলা। তুঁতে রঙের সালোয়ার পরা, ডান কাঁধে ক্যামেরা, লেন্সে চোখ স্থির রেখে ছবি তুলছেন এমনই একটি ছবি ভাইরাল হয়। শাজিলার সেই ছবি ভাইরাল হওয়ার পরই তার কর্তব্যে অবিচল থাকা এবং তার সাহসিকাতার বিপুল প্রশংসা ভাসছে সোশ্যাল মিডিয়ায়। শবরীমালা নিয়ে কেরালার বিভিন্ন প্রান্তে বিক্ষোভকারীদের তা ব চলছে। প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল গোটা রাজ্য। হিন্দুত্ববাদী সংগঠনগুলো ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছিল রাজ্যে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, সংবাদমাধ্যমও বাদ যায়নি বিক্ষোভকারীদের তা ব থেকে। কিন্তু শাজিলা সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে নিজের কাজটাই করে গেছেন।

সর্বশেষ খবর