শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কানাডায় এক গ্রেফতারের বদলে চীনে ১৩

কানাডার ১৩ নাগরিককে গ্রেফতার করেছে চীন। বৃহস্পতিবার কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের মোবাইল জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিসের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুকে গত মাসে গ্রেফতারের পর থেকে চীন এ ঘটনা ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যখন একটি টানাপড়েনের সম্পর্ক চলছে, ঠিক তখনই গ্রেফতার হন মেং ওয়ানঝু। যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধে ১ ডিসেম্বর কানাডার ভাঙ্কুভার বিমানবন্দরে হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে মেং ওয়ানঝুকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানে প্রযুক্তি বিক্রি করার অভিযোগ করা হয়েছে। তিনি হংকং থেকে মেক্সিকো যাচ্ছিলেন। ভাঙ্কুভার বিমানবন্দরে তাঁর যাত্রাবিরতি ছিল।

সর্বশেষ খবর