সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তান সীমান্তে ভারতের লেজার বেড়া

পাকিস্তান-ভারত অভিন্ন সীমান্তের অরক্ষিত অঞ্চলগুলোতে লেজার বেড়া স্থাপন করেছে নয়াদিল্লি। পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশটির গণমাধ্যম বলছে, ৪০ ইউনিট লেজার বেড়া তৈরি করেছে নয়াদিল্লি। এ সব বেড়া দিল্লিভিত্তিক লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার (লাসটেক) তৈরি করেছে। সীমান্তের বিশেষভাবে অরক্ষিত অঞ্চলে এসব বেড়া স্থাপন করা হয়েছে। অদৃশ্য এসব বেড়া একই সঙ্গে সংকেত প্রদানকারী যন্ত্র হিসেবেও কাজ করবে। এনডিটিভি

সর্বশেষ খবর