বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাখাইনে ‘আরাকান আর্মি’ দমনে অভিযানে নামছে সেনাবাহিনী

রাখাইনে ‘আরাকান আর্মি’ দমনে অভিযানে নামছে সেনাবাহিনী

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত শুক্রবার পুলিশের ওপর হামলার জেরে এখানকার জাতিগত সশস্ত্র বিদ্রোহী বাহিনীকে কঠোরভাবে দমন করবে দেশটি। ইতিমধ্যেই  সেনাবাহিনীর অভিযানে তাদের দমন করার আহ্বান জানিয়েছে মিয়ানমার সরকারের নেত্রী অং সান সু চির প্রশাসন। রাখাইনে বিদ্রোহীদের হামলায় সাত পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিয়ে সোমবার দেশটির সেনাপ্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন সু চি। তখন সু চির প্রশাসন  সেনাবাহিনীকে ওইসব জাতিগত বিদ্রোহীদের দমনের আহ্বান জানায় বলে মিয়ানমার সরকারের মুখপাত্র জো হাথয় জানিয়েছেন। নাইপিদোতে সংবাদ সম্মেলন করে বৈঠকের ব্যাপারে জো হাথয় বলেন, সোমবারের বৈঠকে অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। ইন্টারনেট

সর্বশেষ খবর