শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘অ্যাক্সিডেন্টাল পিএম’ তৈরি হয়েছে এবার ‘ডিজাস্টার পিএম’

কলকাতা প্রতিনিধি

‘অ্যাক্সিডেন্টাল পিএম’ তৈরি হয়েছে এবার ‘ডিজাস্টার পিএম’

সরকারি অনুষ্ঠান থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ডিজাস্টার পিএম’ বলে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি। গতকাল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে যাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা করে মোদিকে উদ্দেশ করে তিনি বলেন ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার (পিএম) ছবি তৈরি হয়েছে, এবার ডিজাস্টার প্রাইম মিনিস্টারও (পিএম) তৈরি হবে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শাসনকাল নিয়ে তৈরি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিটি মুক্তির পরই তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিংয়ের মিডিয়া পরামর্শদাতা সঞ্জয় বারুর লেখা বই থেকে এই ছবির নামকরণ করা হয়েছে। শুক্রবারও কলকাতায় একটি সিনেমা হলে ‘অ্যাক্সিডেন্টাল পিএম’ দেখানোর সময় তার প্রতিবাদে নামে যুব কংগ্রেস। তার জেরে কলকাতার একটি সিনেমা হলে এ ছবির প্রদর্শনও বন্ধ হয়ে যায়। এমন এক পরিস্থিতিতে ছবিটির নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘নির্বাচনের আগে হঠাৎ করে একটা বই করে বাজারে ছেড়ে দিয়েছে। তার নাম ‘অ্যাক্সিডেন্টাল পিএম’। কিন্তু সব প্রধানমন্ত্রীই তো অ্যাক্সিডেন্টাল। তাই আমি এই ছবির অর্থ বুঝতে পারলাম না। আমি কংগ্রেসের সঙ্গে দল করি না। আমার সঙ্গে কংগ্রেসের তফাৎ আছে। আমি কংগ্রেস থেকে বেরিয়ে এসে আপনাদের আশীর্বাদে ও শুভেচ্ছায় তৃণমূল কংগ্রেস গঠন করেছি। কিন্তু তবুও বলব, এই ছবি নিয়ে যেটা করা হচ্ছে সেটা বিকৃত করে। এটা অন্যায়।’ এ সময়ই মোদির নাম উচ্চারণ না করেই তাকে উদ্দেশ করে ‘ডিজাস্টার প্রাইম মিনিস্টার’ বলে সম্বোধন করেন মমতা।

সর্বশেষ খবর