রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মোদি ঠেকাতে অখিলেশ ও মায়াবতী একাট্টা

নয়াদিল্লি প্রতিনিধি

মোদি ঠেকাতে অখিলেশ ও মায়াবতী একাট্টা

আসন্ন লোকসভা ভোটে মোদি তথা বিজেপিকে ঠেকাতে ভারতের বৃহত্তম হিন্দিভাষী প্রদেশ উত্তর প্রদেশের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বহুজন সমাজ পার্টির (বিএসপি) মায়াবতী এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব শুক্রবার নির্বাচনী সমঝোতা ঘোষণা করেছেন। লক্ষের এক পাঁচতারা হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে এ সমঝোতা ঘোষণা করেন। বিএসপি নেত্রী মায়াবতী বলেন, উত্তর প্রদেশের মোট ৮০টি লোকসভা আসনে বিএসপি ও সমাজবাদী পার্টি সমান সমান ৩৮ আসনে লড়বে। বাকি ৪টি আসনের মধ্যে আমেথি ও রায়বেরিলি আসন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই জোটে কংগ্রেসকে তারা যুক্ত করছেন না। তবে আরও ছোট পার্টির জন্য আরও ২টি আসন ছেড়ে দিয়েছন। ভারতে লোকসভা নির্বাচন এপ্রিল-মে মাসে হওয়ার কথা। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে এ দলগুলো পৃথকভাবে লড়াই করায় নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি এককভাবে ৭৩টি আসন পেয়ে যায়। ভারতে বলাবলি হয় যে, উত্তর প্রদেশ যার ভারতের তখ্তে-তাউস তার।

 সাংবাদিকরা জানতে চান, মায়াবতীকে কি প্রধানমন্ত্রী মানবে সমাজবাদী পার্টি? জবাবে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ বলেন, ‘উত্তর প্রদেশ থেকেই দেশের প্রধানমন্ত্রী হয়। আমি চাই এবারও উত্তর প্রদেশ থেকে প্রধানমন্ত্রী হোক।’ মায়াবতী বলেন, ‘আজকের সংবাদ সম্মেলনে ঘোষিত জোট নরেন্দ্র মোদী-অমিত শাহর গুরু-চেলার ঘুম কেড়ে নেওয়ার জোট।’ সম্প্রতি উত্তর প্রদেশের লোকসভা আসনের উপনির্বাচনে এ দুই পার্টি জোট করে লড়াই করে বিজেপিকে হারিয়েছিল। বিশেষ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গোরক্ষপুর আসনে এরাই জয়ী হয়।

সর্বশেষ খবর