রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঘর পালানো সৌদি তরুণীর ঠাঁই হলো কানাডায়

অবশেষে কানাডায় আশ্রয় পেয়েছেন ইসলাম ধর্ম ত্যাগ করে ঘর পালানো সৌদি তরুণী রাহাফ মোহাম্মেদ আল-কুন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর বিবিসির। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) কানাডার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, কিছুদিন ধরে আল-কুনের দুর্দশা বিশ্বে সাড়া ফেলেছে। তার সংকট বিশ্বজুড়ে শরণার্থীদের দুর্দশার কথাই মনে করিয়ে দেয়।

সর্বশেষ খবর