সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল এফবিআই

রাশিয়ার পক্ষে কাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে রাশিয়ার পক্ষে কাজ করেছেন কি না, তা নিয়ে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত শুরু করেছিল। আর এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস। তবে এই সংবাদ প্রকাশ হওয়ার পর এফবিআইয়ের ওপর প্রচ  চটেছে প্রেসিডেন্ট ট্রাম্প ও হোয়াইট হাউস। তবে সেই তদন্ত কতটা এগিয়েছে, তা স্পষ্ট নয়। ২০১৭ সালের মে মাসে যখন ডোনাল্ড ট্রাম্প এফবিআই-এর পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেন, সে সময় ট্রাম্পের আচরণে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তারা উদ্বিগ হয়ে পড়েছিলেন বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। পত্রিকাটি আরও বলেছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কি না, সেই প্রশ্নও ছিল তখন তদন্তটি শুরু করার ক্ষেত্রে। এক টুইটবার্তায় ট্রাম্প বলেছেন, এ ধরনের তদন্তের কোনো প্রমাণ বা কোনো কারণ নেই। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যানডার্স অবশ্য এক বিবৃতিতে এমন তদন্তের বিষয়কে অবাস্তব বলে বর্ণনা করেছেন। স্যানডার্স বিবৃতিতে জেমস কোমির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কোমিকে বরখাস্ত করা হয়েছিল। কারণ তিনি পক্ষভুক্ত ও নিন্দনীয় লোক ছিলেন। প্রেসিডেন্ট ওবামা রাশিয়া এবং অন্যান্য বিদেশি প্রতিপক্ষকে আমেরিকাকে ধাক্কা দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প তেমন নন, তিনি রাশিয়ার ব্যাপারে বেশ কঠোর। নিউইয়র্ক টাইমস বলেছে, এফবিআই তাদের তদন্তে গুপ্তচরবৃত্তি এবং ফৌজদারি অপরাধ- এই দুটি বিষয় দেখতে চেয়েছিল। একটি হচ্ছে, ট্রাম্প সচেতনভাবে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে ক্রেমলিনকে সহায়তা করেছিলেন কিনা, অথবা অসচেতনভাবে মস্কোর ফাঁদে পড়েছিলেন কিনা? আর তদন্তের দ্বিতীয় অংশ ছিল জেমস কোমিকে বরখাস্ত করার বিষয় নিয়ে। জেমস কোমিকে বরখাস্তের ঘটনা বিচারে কোনো বাধা সৃষ্টি হয়েছে কি না এবং এতে ফৌজদারি কোনো অপরাধ হয়েছে কি না?

সর্বশেষ খবর