বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জার্মানিতে ধর্মঘটে কয়েক শ ফ্লাইট বাতিল

জার্মানিতে ফ্রাঙ্কফুর্টসহ আটটি বিমানবন্দরের কয়েক শ ফ্লাইট গতকাল বাতিল করা হয়েছে। বেতন নিয়ে বিরোধের জেরে নিরাপত্তাকর্মীরা ধর্মঘটে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি। জার্মানির শক্তিশালী ভারদি ইউনিয়ন জানায়, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ, হ্যানোভার, ব্রেমেন, হ্যামবার্গ, লিপজিগ, ড্রেসডেন ও আরফুর্ট বিমানবন্দরে এ ধর্মঘট রাত ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে। এডিভি এয়ারপোর্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ধর্মঘটের কারণে অন্তত ২ লাখ ২০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন।  ইউরোপের চতুর্থ ব্যস্ততম ফ্রাঙ্কফুট বিমানবন্দরের পূর্বনির্ধারিত ১ হাজার ২০০ ফ্লাইটের মধ্যে ৫৭০টি বাতিল করা হয়েছে। এএফপি।

সোমবার বার্লিন বিমানবন্দর এবং গতকাল কোলোগনে/বন ও ডুয়েসেলড্রোফ বিমানবন্দরে ধর্মঘটের পর এটা আরও ছড়িয়ে পড়েছে। ভারদির সঙ্গে কর্মীদের বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জার্মানির লুফথানসা বিমান কর্তৃপক্ষ এ উত্তেজনাকে ‘অগ্রহণযোগ্য মাত্রায়’ নিয়ে যাওয়ার জন্য ভারদিকে দায়ী করেছে। এডিভি এয়ারপোর্ট অ্যাসোসিয়েশন এ ধর্মঘটকে ‘দায়িত্বহীন’ উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। উল্লেখ্য, ভারদি ২৩ হাজার বেসামরিক বিমান নিরাপত্তাকর্মীর প্রতিনিধিত্ব করছে। এএফপি

সর্বশেষ খবর