রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পকে নিয়ে বাজফিডের খবর সঠিক নয় : মুলার

ট্রাম্পকে নিয়ে বাজফিডের খবর সঠিক নয় : মুলার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক আইনজীবী মাইকেল কোহেনকে কংগ্রেসের কাছে মিথ্যা বলতে বলেছিলেন বলে মার্কিন গণমাধ্যম ‘বাজফিড নিউজ’ যে সংবাদ প্রকাশ করেছে, সেটিকে ‘সঠিক নয়’ বলে মন্তব্য করেছেন রবার্ট মুয়েলার। যুক্তরাষ্ট্রের বিশেষ পরামর্শক রবার্ট মুয়েলারের কার্যালয় শুক্রবার এ দাবি করে। বাজফিড নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছিল,  প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল  কোহেন তদন্ত কর্মকর্তাদের কাছে বলেছিলেন, রাশিয়ার রাজধানী মস্কোতে ট্রাম্প টাওয়ার তৈরির পরিকল্পনা বিষয়ে কংগ্রেসকে মিথ্যা বলতে তাকে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প পরে এই খবর অস্বীকার করে বলেন, তার প্রাক্তন আইনজীবী কোহেন নিজের কারাদে র সাজা কমানোর উদ্দেশে তদন্তকারীদের কাছে মিথ্যা বলেছেন। শুক্রবার এক বিবৃতিতে রবার্ট মুয়েলারের কার্যালয় বলে, ‘কংগ্রেসে মাইকেল কোহেনের সাক্ষ্য সংক্রান্ত বিশেষ পরামর্শকের কার্যালয়ের বিশেষ দস্তাবেজ এবং এই কার্যালয় যেসব কাগজপত্র-দস্তাবেজ ও সাক্ষ্য হাতে  পেয়েছে সেগুলো সম্পর্কে বাজফিডের বর্ণনা সঠিক নয়।’ বিবিসি।

সর্বশেষ খবর