মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জারদারিকে অযোগ্য ঘোষণার দুই আবেদন সুপ্রিম কোর্টে

জারদারিকে অযোগ্য ঘোষণার দুই আবেদন সুপ্রিম কোর্টে

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহসভাপতি আসিফ আলী জারদারিকে অযোগ্য ঘোষণার দাবিতে সুপ্রিম কোর্টে গতকাল দুটি আবেদন করেছেন ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেতারা। পিটিশন দাখিলকারীরা হলেন সিন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য খুররম শের জামান ও প্রধানমন্ত্রীর যুব বিষয়ক বিশেষ সহকারী উসমান দার। এতে অভিযুক্ত করা হয়েছে আসিফ আলী জারদারি, পাকিস্তানের নির্বাচন কমিশন ও জাতীয় পরিষদের সচিবকে। অভিযোগে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের আগে মনোনয়নপত্রে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকা একটি অ্যাপার্টমেন্টের মালিকানার বিষয় উল্লেখ করেননি জারদারি। এ ছাড়া দুটি বুলেটপ্র“ফ গাড়ির কথা প্রকাশ করেননি তিনি। এর মধ্য দিয়ে সংবিধান ও নির্বাচনী আইনের লঙ্ঘন করেছেন তিনি। এ ছাড়া তিনি পিপিপির সহসভাপতিত্ব ছাড়াও একাধিক পদে আসীন বলেও অভিযোগ করা হয়। বলা হয়, তিনি পিপিপির পার্লামেন্টারিয়ানেরও সভাপতি। এ ছাড়া তিনি সন্দেহজনক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে শত শত কোটি রুপি পাচারের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করা হয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে তাকে অযোগ্য ঘোষণার দাবি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের গঠন করা যৌথ তদন্ত টিম জারদারির ভুয়া অ্যাকাউন্টের সন্ধান পাওয়ার পর পিটিআই তাকে অযোগ্য ঘোষণা করার আবেদনের উদ্যোগ নেয়।

সর্বশেষ খবর