শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভারতে অন্তর্বর্তী বাজেট, মমতার সমালোচনা

কলকাতা প্রতিনিধি

ভারতে অন্তর্বর্তী বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার। গতকাল এ বাজেট পেশ করেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযুশ গোয়েল। অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ থাকায় পীযুশ গোয়েল তা পেশ করেন। এ বাজেট পেশ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কেন্দ্রের শাসকদল বিজেপি ও বিরোধী তৃণমূল কংগ্রেসের বাক-বিতন্ডা শুরু হয়। বাজেট পেশের পরই কেন্দ্রের সমালোচনা করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তার অভিযোগ এটা ‘টুকলি বাজেট’। আসন্ন লোকসভার নির্বাচনের দিকে তাকিয়েই এদিন বর্তমান সরকার তার শেষ বাজেটটি পেশ করে। তবে বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষকদের আর্থিক সহায়তা, অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের মাসিক পেনশন, ভারতীয় রেল, প্রতিরক্ষা এবং অবকাঠোমো সম্পর্কিত ক্ষেত্রে অর্থ বরাদ্দ। গ্রামীণ আয় বাড়াতে পশুপালন, গো-পালন ও মৎস্যচাষে উৎসাহ দেওয়া হয়েছে। গো-সুরক্ষার প্রতিও নজর দেওয়া হয়েছে এবারের বাজেটে।

সর্বশেষ খবর