শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অবশেষে লেবাননে নতুন সরকার

অবশেষে লেবাননে নতুন সরকার

সাদ হারিরি

প্রায় ৯ মাস রাজনৈতিক দোলাচলের পর অবশেষে নতুন সরকার পেতে যাচ্ছে লেবানন। দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি নতুন মন্ত্রিসভা ঘোষণার পর বলেন, ‘আমাদের এখন পুরনো সব ভুলে কাজ করতে হবে।’ গত বছরের মে মাসে লেবাননে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সরকার গঠনের যে বিধান দেশটিতে রয়েছে, তা মেনে এতদিন পর্যন্ত সরকার ঘোষণা করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার এ সমস্যা সমাধান হয়। ঐকমত্যের সরকারে ৩০ সদস্যের মন্ত্রিসভায় থাকছেন  চারজন নারী সদস্য। প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন একজন নারী। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন হারিরি। ধ্বংসের মুখে থাকা  অর্থনীতিকে পুনরুদ্ধার করে ঋণের বোঝা কমানোটাই হবে দেশটির নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। এএফপি।

সর্বশেষ খবর