রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মোদির সামনে বড় চ্যালেঞ্জ ৩ নারী

লোকসভা নির্বাচন-২০১৯

মোদির সামনে বড় চ্যালেঞ্জ ৩ নারী

ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন তিন নারী। তারা হলেন প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী। আগামী মে মাসের জাতীয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য ভোটের লড়াইয়ে নামবেন মোদি। ভোটারদের খুশি করতে গত শুক্রবার অন্তর্বর্তী নয় বরং পূর্ণ বাজেট পেশ করে চমক দেখিয়েছেন তিনি। বাজেটে প্রচুর সুযোগ-সুবিধা দিয়ে দেশবাসীকে খুশির জোয়ারে ভাসিয়ে তাদের মন কড়ার চেষ্টা ছিল তার। প্রাপ্ত খবর অনুযায়ী, মোদিকে ভোটের লড়াইয়ে পরাজিত করতে বিরোধী দলগুলো আঁটঘাট বেঁধেই মাঠে নেমেছে। নিজেদের মধ্যে বিরোধ ভুলে তারা একজোট হয়ে কাজ করছে। প্রধান বিরোধী দল কংগ্রেস ভোটের লড়াইয়ে চমক হিসেবে মাঠে নামিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে। ১৯৪৭ সালে স্বাধীনতার পর নেহেরু-গান্ধী পরিবার বেশির ভাগ সময় ভারত শাসন করলেও এতদিন রাজনীতির বাইরেই ছিলেন ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে জানুয়ারিতে এক নির্বাচনী প্রচার সমাবেশে কংগ্রেসের হয়ে মঞ্চে উঠেন প্রিয়াঙ্কা। যিনি মোদির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবেন বলেই ধারণা রাজনীতি বিশ্লেষকদের। রাজনীতিতে প্রিয়াঙ্কার অভিষেক দেশটির গণমাধ্যমে ফলাও করে প্রচারও করা হয়েছে। কেউ কেউ ইন্দিরা গান্ধীর সঙ্গে তার মিল তুলে ধরেছেন। কেউ কেউ বলছেন, তিনি মে মাসের নির্বাচনে কংগ্রেসের ‘ট্রাম্প কার্ড’ হতে যাচ্ছেন।

বাকি দুই নারী হলেন অভিজ্ঞ রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী। মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়ান্সকে (এনডিএ) ক্ষমতা থেকে উৎখাত করতে ভিন্ন ভিন্ন দলের এই তিন নারী এক হয়েছেন। যদিও দলগুলোর মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। এ বিষয়ে সাবেক অর্থমন্ত্রী যশবন্ত সিনহা বলেন, এনডিএর তুলনায় বিরোধী দলে অধিক প্রভাবশালী নারী নেতৃত্ব আছেন। তারা সাধারণ ভোটারদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠতে সক্ষম, বিশেষ করে নারী ভোটারদের মধ্যে। রয়টার্স

সর্বশেষ খবর