রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জরুরি অবস্থা জারির সুযোগ দেখছেন ট্রাম্প

জরুরি অবস্থা জারির সুযোগ দেখছেন ট্রাম্প

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পেতে কংগ্রেসকে পাশ কাটানোর কথা ফের জোরের সঙ্গে উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটদের অসহযোগিতার কারণে জরুরি অবস্থা জারির ‘ভালো সুযোগ’ দেখা যাচ্ছে। স্থানীয় সময় গত শুক্রবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প জানান, তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন, কেননা কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা দেয়ালের জন্য প্রয়োজনীয় অর্ধ বরাদ্দের চুক্তিতে আগ্রহী নয় বলেই মনে হচ্ছে। তিনি বলেন, আমরা তাদের নিয়ে কোথাও পৌঁছাতে পারছি না। মনে হয় আমাদের জরুরি অবস্থা জারির ভালোই সম্ভাবনা রয়েছে। সীমান্তে দেয়াল নির্মাণে ‘ডেমোক্র্যাটরা ভয়াবহ বাধা’ দিচ্ছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। দেয়ালের জন্য কোনো বরাদ্দ যাচ্ছে না- বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির এমন মন্তব্যের পর ট্রাম্প ‘সর্বশেষ উপায় বেছে নেওয়ার পথে’ হাঁটার ইঙ্গিত দিলেন। তবে ট্রাম্প প্রশাসন এ ধরনের পদক্ষেপ নিলে, তা আদালতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। রয়টার্স

সর্বশেষ খবর