রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের পর পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেল রাশিয়াও

যুক্তরাষ্ট্রের পর পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেল রাশিয়াও

যুক্তরাষ্ট্রের পর রাশিয়াও এখন পরমাণু অস্ত্র  রোধের এক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। স্নায়ু বা শীতল যুদ্ধের সময় করা এই চুক্তিটির নাম মধ্যপাল্লার পরমাণু শক্তি চুক্তি যা সংক্ষেপে আইএনএফ নামে পরিচিত। এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, রাশিয়া এখন নতুন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করবে। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সাময়িকভাবে বেরিয়ে  যাওয়ার কথা ঘোষণা করে। রাশিয়ার বিরুদ্ধে এই চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই চুক্তিটি সই হয়েছিল ১৯৮৭ সালে। এই চুক্তিতে দুটো দেশের সব ধরনের পরমাণু অস্ত্রসহ স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ‘আমাদের মার্কিন অংশীদাররা ঘোষণা করেছে যে, তারা এই চুক্তি বাতিল করছে। এখন আমরাও সেটা বাতিল করছি,’ বলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে তিনি বলেছেন, এ বিষয়ে  তাদের সব প্রস্তাবনা নিয়ে আলোচনার জন্য দরজা খোলা রয়েছে। বিবিসি

সর্বশেষ খবর