মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অস্ট্রেলিয়ায় রাস্তায় কুমির

ভয়াবহ খরতাপের পর অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। আর এর জেরে বন্যার সৃষ্টি হয়েছে দেশটির উত্তর-পূর্ব অংশে। কিন্তু বন্যায় পোয়াবারো হয়েছে সে দেশের নদী-বিলে থাকা কুমিরদের। তারাই এখন দাপিয়ে বেড়াচ্ছে অস্ট্রেলিয়ার বন্যাকবলিত এলাকার পথঘাট। তাদের রোখার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে সেনাবাহিনীকে।

 ও উদ্ধারকারী দলের সদস্যদের।

এই কুমিরের দল এখন রাস্তাঘাট, বাজারহাটেও ঢুকে পড়েছে। এসব কুমিরকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। ভয়াবহতার দিক থেকেও নজর কেড়েছে এ বন্যা। সে দেশের এক রেডিও চ্যানেলের সাংবাদিক গাবি এলগুড বলেছেন, ‘জীবনে আমি এত বন্যা কখনো দেখিনি। বৃষ্টি যেন থামতেই চাইছে না।’

 

 

সর্বশেষ খবর