মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রুশ নতুন অস্ত্রে শত্রু অন্ধ হয়ে যাবে

রাশিয়ার রণতরীতে নতুন অস্ত্র বসানো হয়েছে। এটি প্রয়োগে শত্রুকে সাময়িকভাবে অন্ধ করে দেওয়া যাবে এবং নিজ অস্ত্র ব্যবহারে সক্ষমতা হারাবে শত্রু। পাশাপাশি শত্রুর শুরু হবে বেদম বমি। ‘নন-লেথাল’ বা ‘অ-মারণাস্ত্র’ শ্রেণির এ অস্ত্রের নাম ‘৫পি-৪২ ফিলিন’ বা ‘ঈগল-প্যাঁচা।’

 এর প্রয়োগে শত্রু প্রাণে মারা পড়বে না কিন্তু যুদ্ধের সক্ষমতা হারাবে। এ অস্ত্র প্রচ  আলোর ঝলকানি সৃষ্টি করবে। ফলে বিশেষ করে, রাতে লক্ষ্যবস্তু নির্ধারণে মারাত্মকভাবে ব্যর্থ হবে শক্র সেনা। অস্ত্রটি নির্মাণ করেছে রাশিয়ার রুসেল ইলেকট্রনিকস নামের সংস্থা। স্বেচ্ছাসেবী সেনাদের ওপর অস্ত্রের পরীক্ষা চালিয়ে দেখা গেছে, তারা লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারছেন না। পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৫ শতাংশ স্বেচ্ছাসেবী বলেছেন, তাদের মধ্যে মাথা ঘোরা, বমি বমিভাবের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি মনোসংযোগ বা ঠান্ডা মাথায় চিন্তা করার সক্ষমতা হারিয়েছেন। আর ২০ শতাংশ জানিয়েছেন, তাদের দৃষ্টিবিভ্রম ঘটছে এবং চোখের সামনে উজ্জ্বল আলোর গোলককে ছোটাছুটি করতে দেখেছেন। অবশ্য, পরীক্ষায় কতজন স্বেচ্ছাসেবী অংশ নিয়েছিলেন সে তথ্য জানানো হয়নি। ফিলিন ব্যবহারের মধ্যদিয়ে ‘নাইট ভিশন’ বা ‘নিশি নয়ন প্রযুক্তি’ পুরো অকেজো করে দেওয়া গেছে। একই সঙ্গে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু নির্ণয় পদ্ধতিও অকেজো হয়ে গেছে। অকেজো হয়ে গেছে দূরত্ব নির্ণয়ের কাজে ব্যবহৃত সেন্সর বা স্পর্শক। রুশ নৌবাহিনীর নর্দার্ন সি-ফ্লিটের অত্যাধুনিক রণতরী অ্যাডমিরাল গোরশেকোভ এবং অ্যাডমিরাল কাসাতোনোভে এ অস্ত্র বসানো হয়েছে। এ ছাড়া বর্তমানে নির্মীয়মাণ আরও দুই রুশ ফ্রিগেটে এ অস্ত্র বসানো হবে বলে ধারণা করা হচ্ছে। পার্স টুডে

 

সর্বশেষ খবর