বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সেনা প্রত্যাহারের বিরুদ্ধে মার্কিন সিনেটে ভোট

সিরিয়া ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে রিপাবলিকান দল নিয়ন্ত্রিত সিনেট। রিপাবলিকান দল উদ্বেগ প্রকাশ করে বলেছে, সিরিয়া ও আফগানিস্তান থেকে দ্রুত সেনা প্রত্যাহার করা হলে তাতে ইরান ও রাশিয়া লাভবান হবে। সেনা প্রত্যাহার করার বিরুদ্ধে সোমবার মার্কিন সিনেটে তোলা প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৭৬টি আর বিপক্ষে ২৬টি। তবে সিনেটে পাস হওয়া এ প্রস্তাব মান্য করা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বাধ্যতামূলক নয়। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস পরাজিত হয়েছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে দাবি করেছেন তাও নাকচ করেছে সিনেট। সিনেট বলছে, এ সন্ত্রাসী গোষ্ঠী এখনো আমেরিকার মূল ভূখণ্ডের জন্য হুমকি। মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেল বলেন, সিরিয়া ও আফগানিস্তান দু দেশেই আইএসের বিরুদ্ধে যুদ্ধ এখনো প্রক্রিয়াধীন রয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠী পরাজিত করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব রয়েছে। এ দুদেশ থেকে সেনা প্রত্যাহার করা হলে আঞ্চলিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে বলেও সিনেট হুঁশিয়ারি উচ্চারণ করেছে। পার্স টুডে

সর্বশেষ খবর