বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফিলিস্তিনকে স্বীকৃতি দিন

ইইউকে আরব লীগ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর জোট আরব লীগ। জেরুজালেমকে রাজধানী ও ১৯৬৭ সালের সীমান্তসহ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায় এ জোট। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে জানানো হয়েছে,   ফিলিস্তিনের জনগণের জন্য ইইউয়ের মানবিক ও অর্থনৈতিক সহযোগিতার প্রশংসা করেছে আরব লীগ। আরব লীগের মহাপরিচালক আহমেদ আবুল ঘিতি ব্রাসেলসে আরব-ইউরোপিয়ান মন্ত্রী পর্যায়ের পঞ্চম বৈঠকে বলেন, আরব দেশগুলোর সংশ্লিষ্ট বিষয় ও অগ্রাধিকার ইস্যুগুলো নিয়ে  ইইউয়ের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে তারা বদ্ধপরিকর। ২০১৪ সালে ইইউয়ের প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সুইডেন। এছাড়া বুলগেরিয়া, সাইপ্রাস, স্লোভাকিয়া, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড ও রোমানিয়া।

তাছাড়া ইইউভুক্ত দেশের বাইরে আইসল্যান্ডও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

সর্বশেষ খবর