শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় চীনের বিমানবাহী পরমাণু রণতরী

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় চীনের বিমানবাহী পরমাণু রণতরী

মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে পরমাণু সক্ষমতা সম্পন্ন চারটি বিমানবাহী রণতরী নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে চীন। ২০৩৫টি সালের মধ্যে ছয়টি বিমানবাহী রণতরী পানিতে নামাবে এবং এর মধ্যে চারটির পরমাণু সক্ষমতা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে চীন। পার্সটুডে

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে,  সেনাবাহিনীকে আধুনিকায়নের পর্ব এরই মধ্যে দ্রুততার সঙ্গে সম্পন্ন করছে দেশটি। এরই অংশ হিসেবে চীনা নৌবাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ এবং মোকাবিলা করার উচ্চাভিলাষী পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমানে চীনের একটি মাত্র বিমানবাহী রণতরী রয়েছে।

সর্বশেষ খবর