শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হেলিকপ্টার রাজনীতি নিয়ে সরগরম পশ্চিমবঙ্গ

কলকাতা প্রতিনিধি

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনীতির পারদও তত বাড়ছে। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অন্যকে লক্ষ্য করে তোপ-পাল্টা তোপ, কুকথা, প্রতিশ্রুতির ফুলঝুরি তো আছেই। কিন্তু সবকিছু ছাপিয়ে সরগরম হয়ে উঠেছে হেলিকপ্টার রাজনীতি! মনে করা হচ্ছে আগামী দিনে রাজ্যটির শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে প্র্রচারণার প্রধান ইস্যুই হতে চলেছে এই হেলিকপ্টার রাজনীতি। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্দেশ্যমূলকভাবে তাদের কেন্দ্রীয়সহ অন্য নেতাদের বহনকারী হেলিকপ্টারকে এ রাজ্যে অবতরণের অনুমতি দিচ্ছেন না। যদিও মমতা ওসব অভিযোগ খ ন করে বলেছেন, বিজেপি নেতারাই একেবারে শেষ মুহূর্তে হেলিকপ্টার নামার অনুমতি চেয়েছে। তাঁর আরও অভিযোগ, হেলিকপ্টার করে লোকসভা নির্বাচনী প্রচারণার জন্য তৃণমূলের তরফে যে অগ্রিম বুকিং করা হয়েছিল, বিজেপির কেন্দ্রীয় নেতাদের চাপেই হেলিকপ্টার সংস্থাগুলো তা বাতিল করতে বাধ্য হচ্ছে।

সর্বশেষ খবর