সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ব্রেক্সিট পরিকল্পনা

এমপিদের কাছে সময় চাইবেন তেরেসা

এমপিদের কাছে সময় চাইবেন তেরেসা

ব্রেক্সিট পরিকল্পনায় পরিবর্তন আনতে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের কাছ থেকে  আরও দুই সপ্তাহ সময় চাইবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। বিবিসি জানিয়েছে, এ সপ্তাহে হাউস অব কমন্সে দেওয়া বক্তব্যে এর জন্য আগামী ২৭ ফেব্র“য়ারি পর্যন্ত সময় চাইবেন তিনি। অঙ্গীকার করবেন, এর মধ্যে তিনি যদি সংশোধিত পরিকল্পনা উপস্থাপন না করতে পারেন তবে ব্রেক্সিট নিয়ে বিকল্প প্রস্তাব দিতে পারবেন আইনপ্রণেতারা। এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শেডো ব্রেক্সিট মন্ত্রী কির স্টার্মার দাবি করেছেন, যে কোনোভাবেই হোক ২৬ ফেব্রুয়ারির মধ্যে তেরেসা মে’র ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে আরেকটি ভোটাভুটি করার জন্য চাপ দেবে লেবার পার্টি। আগামী ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যের ইইউ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার কথা। দিনটিকে সামনে রেখে পার্লামেন্টে নিজের প্রস্তাব করা সংশোধিত ব্রেক্সিট পরিকল্পনা পাস করাতে মরিয়া হয়ে উঠেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে।  বিচ্ছিন্ন হওয়ার পর ইইউয়ের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক কেমন হবে তা নিয়ে গত নভেম্বরে জোটটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছিলেন তেরেসা।

সর্বশেষ খবর