মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য সম্মেলন বর্জনের ডাক ফিলিস্তিনের

পোল্যান্ডে আজ শুরু সম্মেলন

যুক্তরাষ্ট্রের উদ্যোগে পোল্যান্ডে অনুষ্ঠেয় মধ্যপ্রাচ্য সম্মেলন বর্জনের জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। সম্মেলন পুরোপুরি বর্জন সম্ভব না হলে মন্ত্রী পর্যায়ের চেয়েও নিচের সারির প্রতিনিধি পাঠানোর আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে নিজেদের প্রস্তাবিত শান্তি প্রক্রিয়া নিয়ে পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে সম্মেলন আয়োজন করছে যুক্তরাষ্ট্র। আজ এ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে ৪০টির বেশি দেশের অংশগ্রহণ আশা করছে হোয়াইট হাউস। জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কোনো আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে এ  সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছে দেশটি। তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পাঠানোর ঘোষণা দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যোগ দেবেন ওই সম্মেলনে। দ্য নিউইয়র্ক টাইমস।

সর্বশেষ খবর