শিরোনাম
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সরকারের বিরুদ্ধে মাদ্রিদে বিক্ষোভ

স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার সঙ্গে স্পেন সরকারের সম্পর্ক সহজ করার পরিকল্পনার বিরুদ্ধে রাজধানী মাদ্রিদে ডানপন্থি দলগুলোর ডাকা বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকার আলোচনার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করাতেই দলগুলো এ বিক্ষোভ করছে। মধ্য-ডানপন্থি দল পপুলার পার্টি (পিপি) এবং সিটিজেন্স পার্টির অভিযোগ, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এ পরিকল্পনা দেশদ্রোহিতার শামিল। দীর্ঘদিন ধরে কাতালান সরকার ও জনগণ স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেতে চাইছে। কাতালানে স্বাধীনতার প্রশ্নে ২০১৭ সালের ১ অক্টোবরে গণভোট অনুষ্ঠিত হয় এবং জনসমর্থন স্বাধীনতার পক্ষে যায়। তবে কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদী সরকার স্বাধীনতাই চায়, কোনো আলোচনা নয়। তাই তারা কেন্দ্র সরকারের আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

সর্বশেষ খবর