মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মিয়ানমারের পার্লামেন্টের ওপর ড্রোন, ফরাসি গ্রেফতার

মিয়ানমারের রাজধানী নেপিডোতে পার্লামেন্ট ভবনের ওপরে ড্রোন ওড়ানোর অভিযোগে এক ফরাসি পর্যটককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল স্থানীয় পুলিশ ও মিয়ানমারে ফরাসি দূতাবাসের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। দোষী সাব্যস্ত হলে ওই ব্যক্তির তিন বছরের কারাদ  পর্যন্ত হতে পারে। পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম আর্থার দেসক্লু (২৭)। দেশটির পার্লামেন্ট এলাকাকে সর্বোচ্চ সংরক্ষিত অঞ্চল হিসেবে মূল্যায়ন করা হয়। সেখানে সন্দেহজনক চলাচল করাই নিষিদ্ধ। সেই ভবনের ওপর দিয়ে ড্রোন উড়ানোর চেষ্টা করাতো মহাঅপরাধ। তবে এর আগেও দেশটিতে একই ধরনের অপরাধ হয়েছিল। ২০১৭ সালে একই ধরনের অভিযোগে তিন পর্যটক ও তাদের গাড়িচালককে কারাদ  দেন মিয়ানমারের আদালত। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ৭ ফেব্র“য়ারি বিকালে পার্লামেন্ট ভবনের ওপর দিয়ে ড্রোন ওড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তিনি এখনো আটক রয়েছেন। তার পরিবারকে এ বিষয়ে জানানো হয়েছে। এএফপি

দূতাবাসের পক্ষ থেকে তার মুক্তির বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ কর্মকর্তা মিন টিন এএফপিকে জানায়, আমদানি ও রপ্তানি আইনের অধীনে ৮ নম্বর ধারায় দেসক্লুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তার ড্রোন চালানোর কারণ এখনো জানা যায়নি। এএফপি

সর্বশেষ খবর