বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

তদন্ত অব্যাহত রাখার ঘোষণা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

খাশোগি হত্যা

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগি হত্যার তদন্ত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, মার্কিন কর্তৃপক্ষ এখনো এ হত্যাকাে র ঘটনায় তদন্তকাজ চালিয়ে যাচ্ছে। পম্পেও এমন সময় খাশোগি হত্যাকাে র তদন্ত নিয়ে এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা নৃশংস এ খুনের ঘটনায় অপরাধীদের শাস্তি নিশ্চিতে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছেন। হাঙ্গেরি সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমেরিকা এ হত্যাকাণ্ডকে ধামাচাপা দিচ্ছে না। দায়ীদের সবাইকে জবাবদিহির আওতায় আনতে ব্যবস্থা নেবে। এর আগে খাশোগি হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের নীরবতার কঠোর সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

এ মাসের গোড়ার দিকে টিআরটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ধরনের ভয়ঙ্কর ঘটনায় আমেরিকার নীরবতা আমি বুঝতে পারছি না। এমনকি সিআইএর সদস্যরাও এ হত্যাকাে  তুরস্কের সরবরাহ করা রেকর্ডিং শুনেছেন। আমরা সবকিছু পরিষ্কার করতে চাই। কারণ এটি নৃশংসতা, এটি একটি হত্যাকা । এটি কোনো সাধারণ হত্যাকা  নয়। এরদোগান বরাবরই বলে আসছেন, খাশোগি হত্যাকাে র চার মাস আগে সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ হত্যাকাে র নির্দেশ এসেছিল। টিআরটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ খুনের পরিকল্পনায় যুক্ত ছিলেন ২২ জন। এদের মধ্যে ১৫ জন দুইটি বিমানে করে ইস্তাম্বুল পৌঁছয়। হত্যাকাে র দিন তারা ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করে।

এই খুনের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার অভিযোগ আছে।

সর্বশেষ খবর