শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আইএসের শেষ আস্তানা থেকে পালাচ্ছে মানুষ

সিরিয়ার গোলযোগপূর্ণ বাগোউজের কাছাকাছি এলাকা। শুষ্ক-রুক্ষ অঞ্চলটির চারদিকে শুধু পানির জন্য হাহাকার। মানুষ ‘পানি পানি’ বলে চিৎকার করছে। আর ট্রাকে করে নিয়ে আসা বেশকিছু পানির বোতল তাই নিমিষেই খালি হয়ে যাচ্ছে। সর্বস্ব হারানো অসহায় মানুষগুলো সিয়িয়ার পূর্বাঞ্চলীয় বাগোউজ থেকে পালিয়ে এসেছে। এটি ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণাধীন সর্বশেষ এলাকা। এসডিএফ ওই অঞ্চলকে আইএসমুক্ত করার জন্য চূড়ান্ত অভিযান শুরু করেছে। উভয়পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। যারা উভয়পক্ষের ওই ভয়াবহ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসতে পেরেছে তারা জানান, জঙ্গিরা সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। তারা স্থানীয়দের ওই এলাকা ত্যাগে বাধা দিচ্ছে।

৩২ বছর বয়সী নারী হুদা বলেন, তার প্রতিবেশীদের বাড়ি থেকে বেরুতে দেখে তিনি পালিয়ে আসার সাহস পান।

শিশুকে নিয়ে পালিয়ে আসা এই নারী বলেন, ‘আমরা কোনো দ্বিধা ছাড়াই ছুটতে শুরু করি। যদিও স্নাইপাররা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ছিল এবং ব্যাপক বোমাবর্ষণ হচ্ছিল।’ এএফপি

সর্বশেষ খবর