শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে : তুর্কি পুলিশ

খাশোগি হত্যাকান্ড

মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে : তুর্কি পুলিশ

প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির মৃতদেহ কোথায় রাখা হয়েছে এই প্রশ্ন যখন সৌদি আরব কর্তৃপক্ষের কাছে রাখা হচ্ছে। তখন তুরস্কের পুলিশ জানাল সম্ভবত তার (খাশোগি) মরদেহ হত্যার পর এসিডে ঝলসে দেওয়া হয়েছে নতুবা পুড়িয়ে ফেলা হয়েছে। এর আগে অবশ্য তুর্কি গোয়েন্দারা দাবি করেছিলেন খাশোগির মরদেহ এসিডে ঝলসে দেওয়া হয়েছে। তুর্কি পুলিশ এখন বলছে, তারা এমন কিছু তথ্য-প্রমাণ পেয়েছে যা থেকে মনে হচ্ছে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট প্রধানের বাসভবনে মৃতদেহ পোড়ানো হয়েছে। তুর্কি পুলিশের বরাত দিয়ে দৈনিক কুদসুল আরাবি লিখেছে, সৌদি কনস্যুলেট প্রধানের বাসভবনে তারা একটি চুলা ও দুটি কূপ পেয়েছেন। পুলিশের ধারণা খাশোগিকে টুকরো টুকরো করার পর ওই চুলাতেই সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। মৃতদেহ পোড়ানোর কারণে খাশোগির ডিএনএ’র কোনো আলামত অবশিষ্ট নেই বলেও তারা মনে করছেন। সৌদি আরব সাংবাদিক খাশোগিকে হত্যার কথা স্বীকার করলেও তার মৃতদেহ ফেরত দেয়নি এবং মৃতদেহ সম্পর্কে কোনো তথ্যও প্রকাশ করছে না। জামাল খাশোগি ছিলেন সৌদি সরকারের কড়া সমালোচক।

সর্বশেষ খবর