শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সংক্ষপেে

মালদ্বীপে দুই মন্ত্রী বরখাস্ত

৯ কোটি মার্কিন ডলার দুর্নীতিতে জড়িত একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের জেরে দুই মন্ত্রীকে বরখাস্ত করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সোলিহ। এসওএফ প্রাইভেট লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণের অভিযোগে বরখাস্ত দুই মন্ত্রী হলেন যুবমন্ত্রী আহমদ মাহলুফ ও অবকাঠামো প্রতিমন্ত্রী আকরাম কামালুদ্দিন। তবে এক বিবৃতিতে কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন মাহলুফ আর প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সম্মান করার কথা বলেছেন কামালুদ্দিন।

 

প্রতিশোধের ঘোষণা তেহরানের

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আইআরজিসি সদস্যদের ওপরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। একই সঙ্গে এ হামলার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রতিশ্র“তিও দিয়েছেন তিনি। বুধবার ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ২৭ আইআরজিসি সদস্য। এর দায় স্বীকার করেছে ওহাবিপন্থী উগ্র সংগঠন জেইশে জুলম। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এ হামলার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছেন। আল-জাজিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর