রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কাশ্মীরে জঙ্গি হামলা

গোয়েন্দা ব্যর্থতার দায় মোদি সরকারের : মমতা

কলকাতা প্রতিনিধি

গোয়েন্দা ব্যর্থতার দায় মোদি সরকারের : মমতা

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পিছনে মোদি সরকারকেই কাঠগড়ায় তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর দাবি কেন্দ্রেও গোয়েন্দা ব্যর্থতার ফলেই এত বড় ঘটনা ঘটল। জওয়ানদের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের দাবিও জানান মমতা। শুক্রবার রাতে দিল্লি থেকে কলকাতায় ফিরে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে এই হামলা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দেন মমতা। তিনি বলেন ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। কাশ্মীরে এখন রাষ্ট্রপতি শাসন চলছে কিন্তু এত বড় একটা হামলা কি করে হলো? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (অজিত দোভাল) কি করছিলেন? কি ভুল হয়েছিল, আমাদের তা জানতে হবে।’

মমতার অভিমত ‘এটা পুরোপুরি গোয়েন্দা ব্যর্থতা। আমি যাদের চিনি এমন অনেক জওয়ানের সঙ্গে কথা বলেছি। তারাও বলেছে যে এটা সম্পূর্ণ গোয়েন্দা ব্যর্থতা।’

মমতার আরও প্রশ্ন ‘কেন এতগুলো গাড়ি একসঙ্গে যাচ্ছিল? হামলার আগে কেন আমরা এতটুকু টের পেলাম না। উল্লেখ্য, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪২ জন জওয়ানের মৃত্যু হয়। হামলার পরই তার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ।

সর্বশেষ খবর