রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একটি শিল্প পার্ক এলাকায় বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত ও   বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৪৫ বছর বয়সী বন্দুকধারী নিজে ও পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। হামলাকারীর সঙ্গে গুলি বিনিময়ে ৫ পুলিশ সদস্যও আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ শিক্ষার্থী নিহতের ঘটনার বর্ষপূর্তির এক দিন পর এ হামলা হলো। শুক্রবার শিকাগোর ৪০ মাইল দূরের শহর অরোরার হেনরি প্ল্যাট কোম্পানিতে বন্দুকধারীর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটে। কোম্পানিটি বড় বড় পানির পাইপে ব্যবহৃত ভালভ তৈরি করে। হামলাকারীর নাম গ্যারি মার্টিন, তিনি নিজেও এক সময় হেনরি প্ল্যাট কারখানার কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। চাকরি থেকে ছাঁটাই হওয়ার পর ৪৫ বছর বয়সী এ ব্যক্তি ‘মানসিক চাপে’ ছিলেন বলে তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে শিকাগোভিত্তিক সান-টাইমস। কী কারণে এ হামলা হতে পারে, সে সম্বন্ধে ধারণা পাওয়া যায়নি। বিবিসি

সর্বশেষ খবর