সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সেফ দ্য চিলড্রেনের প্রতিবেদন

চার বছরে যুদ্ধে পাঁচ লক্ষাধিক শিশুর মৃত্যু

ভয়াবহ যুদ্ধবিধ্বস্ত বিশ্বের দশটি দেশে যুদ্ধের কবলে পড়ে ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে আনুমানিক ৫ লাখ ৫০ হাজার শিশুর মৃত্যু হয়েছে। ২০১৮ সালের সংখ্যা যোগ করলে তা আরও বাড়বে। যুদ্ধে শিশুরা কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে তা নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। সেই গবেষণায় শিশু মৃত্যুর এই ভয়াবহতা প্রকাশ পেল। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী অবস্থা এবং ক্ষুধা আর ত্রাণ সহায়তার অভাবে অকালেই এসব শিশু প্রাণ হারাচ্ছে। সেভ দ্য চিলড্রেন জানাচ্ছে, লক্ষাধিক শিশুর মৃত্যুর পেছনে রয়েছে যুদ্ধ ও তার প্রভাব। আর যুদ্ধপরবর্তী অবস্থাগুলোর প্রধান কারণ হলো ক্ষুধা ও দুর্ভিক্ষ। বিশ্বের প্রায় ৪ কোটি ২০ লাখ শিশু দ্বন্দ্ব^কবলিত অঞ্চলে বসবাস করছে। এই পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট শিশুর ১৮ শতাংশ যুদ্ধের পরিণতি ভোগ করছে। তালিকা অনুযায়ী, শিশুদের বসবাসের জন্য সবচেয়ে ভয়াবহ দেশগুলোর মধ্যে প্রথম সারিতে আছে আফগানিস্তান, কঙ্গো, ইরাক, মালি, নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেন। বিবিসি

সর্বশেষ খবর