মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের আহ্বানে ফ্রান্সের ‘না’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্র দেশগুলোকে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের সিরিয়া থেকে ফিরিয়ে নিয়ে বিচার করার যে আহ্বান জানিয়েছেন তার পরিপ্রেক্ষিতে ফ্রান্স আপাতত কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার রাতে এক টুইটে ট্রাম্প ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং অন্য ইউরোপীয় মিত্রদেশগুলোকে সিরিয়ায় আইএসবিরোধী শেষ লড়াইয়ে ধরা পড়া ৮ শতাধিক যোদ্ধাকে ফেরত নেওয়ার এ আহ্বান জানিয়ে বলেন, ‘ইসলামিক খিলাফতের পতন প্রায় হয়ে এসেছে। এসব যোদ্ধাকে ছেড়ে দিতে হলে তা ভালো ব্যাপার হবে না।’ আইএসের পতনের এ শেষ মুহূর্তে আট শতাধিক যোদ্ধা ইউরোপের দেশগুলোতে চলে যেতে পারে বলেও ট্রাম্প সতর্ক করেন। কিন্তু ফ্রান্সের বিচারমন্ত্রী গতকাল টেলিভিশনে এক বক্তব্যে জানিয়েছেন, এ মুহূর্তে ফ্রান্স নীতি বদলাবে না।

সর্বশেষ খবর