বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভারত আক্রমণ করতে পারে আপনারা থামান

জাতিসংঘে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে ভারত পাকিস্তানে আক্রমণ করতে পারে, এমন আঁচ পেয়ে শেষমেশ জাতিসংঘের সাহায্য চাইল পাকিস্তান। এ বিষয়ে চিঠি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। চিঠিতে তিনি বলেছেন, ‘ভারত আক্রমণ করতে পারে, এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দরকার। আপনারা ভারতকে থামান’। একই সঙ্গে তিনি ভারতীয় উপমহাদেশে শান্তি ফেরাতে জাতিসংঘের মধ্যস্থতাও চেয়েছেন। গত সোমবার তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেসকে এই চিঠি লেখেন। চিঠিতে তিনি আর্জি জানিয়েছেন চিঠির কপি যেন সংস্থাটির সাধারণ ও নিরাপত্তা পরিষদের সবক’টি দেশের হাতে তুলে দেন। তা নিয়ে আলোচনা করতে ও দ্রুত ব্যবস্থা নিতে। কাশ্মীর সমস্যা নিয়ে ভারত ও পাকিস্তানের সমস্যা বহুদিনের। দেশ দুটি ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকেই কাশ্মীর সমস্যা নিয়ে যুদ্ধও হয়েছে। কিন্তু কাশ্মীর নিয়ে ভারত বরাবরই তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিরোধিতা করে এসেছে। এখনো তার বিরোধী। জাতিসংঘ মহাসচিবকে দেওয়া চিঠিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি লিখেছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের যে হুমকি দিয়েছে ভারত, তার পরিপ্রেক্ষিতে এই উপমহাদেশে শান্তি পরিস্থিতির অবনতি ঘটেছে। ফলে, আমরা জরুরি ভিত্তিতে আপনাদের (জাতিসংঘ) হস্তক্ষেপের প্রয়োজন বোধ করছি। তাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি।’ জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্র“য়ারি ভারতীয় সেনাবহরে আত্মঘাতী হামলা   চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হয়। এ ঘটনার পর দেশটির    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে যে কোনো জায়গায় যে কোনো ধরনের হামলা বা অভিযানের পূর্ণ ক্ষমতা  দেন। মূলত জাতিসংঘে পাকিস্তানের ওই চিঠি এই কারণেই।

কুরেশি তার চিঠিতে লিখেছেন, পুলওয়ামায় ভারতের সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালিয়েছে কাশ্মীরের এক বাসিন্দাই। ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না করে পাকিস্তানকে আক্রমণ করাটা আদৌ উচিত নয়।’’

হামলা হলে প্রতিশোধ নেবে পাকিস্তান-ইমরান: পুলওয়ামা হামলা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ভারত যদি হামলা চালায় তাহলে প্রতিশোধ নেবে পাকিস্তান। তিনি বলেন, ভারতে সামনে নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে এই হামলা চালানো হয়েছে। এনডিটিভি

সর্বশেষ খবর