শিরোনাম
বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের বিরুদ্ধে ১৬ রাজ্যের মামলা

ট্রাম্পের বিরুদ্ধে ১৬ রাজ্যের মামলা

মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার তহবিল জোগাতে জরুরি অবস্থা জারির ঘটনায় যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ১৬টি অঙ্গরাজ্য। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে   মামলা করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে সোমবার এ মামলা হয়। দেয়াল নির্মাণে ট্রাম্পের চাহিদা মাফিক অর্থ দেওয়া নিয়ে সমঝোতা না হওয়ায় গত ডিসেম্বরে আংশিক শাটডাউনের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। ২৫ জানুয়ারি ৩৫ দিনের সে শাটডাউনের অবসান হয়। কিন্তু যে কোনোভাবেই হোক দেয়াল নির্মাণ করা হবে। এরপর অর্থ পেতে জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রাম্প। এতে সামরিক বা দুর্যোগ খাতের মতো বিভিন্ন খাত থেকে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ দিতে পারবেন ট্রাম্প। এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরা বলেন, ‘আজ প্রেসিডেন্ট দিবসে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে আদালতে নিয়ে যাচ্ছি যেন তিনি তার ক্ষমতার অপব্যবহার না করতে পারেন।’ বিবিসি

সর্বশেষ খবর