বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

কোমা থেকে জেগেই মা!

১৮ বছর বয়সী ব্রিটিশ কিশোরী এবনি স্টিভেনসন। অসুস্থ হয়ে কোমায় চলে যাওয়ার পর যখন জ্ঞান ফিরল তখন তার পাশে ফুটফুটে এক কন্যা শিশু।  ম্যানচেস্টারের ওল্ডহ্যাম শহরে ঘটছে ঘটনাটি। হঠাৎ প্রচণ্ড ব্যথায় অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জরুরি অস্ত্রোপচার করতে গিয়ে ডাক্তাররা আবিষ্কার করেন, স্টিভেনসন সন্তান সম্ভবা। ডাক্তাররাও খুব অবাক হয়েছিলেন, যিনি অন্তঃসত্ত্বা তিনি নিজেই সেই কথা জানতেন না!  স্টিভেনসনের মাসিকও হয়েছে প্রতিমাসে, নিয়মিত। তাহলে এই শিশু কীভাবে জম্ম নিল! ডাক্তাররা জানাচ্ছেন, এই অবস্থাটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ইউটেরাস ডিডালফিস’। ডাক্তাররা বলেছেন, স্টিভেনসনের ছিল দুটো জরায়ু। সামনের জরায়ুটি থেকে প্রতিমাসে মাসিক হয়েছে। আর পেছনে লুকিয়ে থাকা দ্বিতীয় জরায়ুতে বেড়ে উঠেছে এই শিশু। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর