শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আইএস তরুণীকে ট্রাম্পের না

আইএস তরুণীকে ট্রাম্পের না

কয়েকদিন ধরেই বিশ্ব মিডিয়ায় জায়গা করে নিয়েছেন যুক্তরাজ্য থেকে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেওয়া তরুণী শামীমা বেগম। তিনি দুদিন আগে মা হয়েছেন। এই সন্তানকে নিয়ে তিনি ফের যুক্তরাজ্যে ফেরার আকুতি জানান। কিন্তু ব্রিটিশ সরকার তার সেই আকুতি তো শোনেইনি বরং তার ব্রিটিশ নাগরিকত্বও বাতিল করে দিয়েছে। এবার যুক্তরাষ্ট্রের এক তরুণী আইএসের ডেরা থেকে নিজ দেশে (যুক্তরাষ্ট্র) ফেরার আগ্রহের কথা জানান। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাবকে নাখোচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে সিরিয়ায় যাওয়া ওই তরুণীর নাম হোদা মুথানা (২৪)। তিনি এখন সিরিয়ায় যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি বাহিনী পরিচালিত একটি শরণার্থী শিবিরে আছেন। আইএস জঙ্গিদের ফেরত নিয়ে বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি সম্প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের ঘোষণার পর দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন হোদা। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আইএসের প্রচারক হতে যুক্তরাষ্ট্র ছেড়ে সিরিয়ায় যাওয়া তরুণীকে দেশে ফিরতে দেওয়া হবে না। ট্রাম্প বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তিনি নির্দেশনা দিয়েছেন, যাতে হোদা মুথানাকে দেশে ফিরতে না দেওয়া হয়। হোদার পরিবার ও আইনজীবীর ভাষ্য, তার মার্কিন নাগরিকত্ব আছে। হোদা যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে বেড়ে ওঠেন। ২০ বছর বয়সে আইএসে যোগ দিতে তিনি সিরিয়ায় পাড়ি জমান।

 

সর্বশেষ খবর