রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
যৌথ জরিপ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চায় ৩৬ শতাংশ ভারতীয়

কলকাতা প্রতিনিধি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চায় ৩৬ শতাংশ ভারতীয়

সারা বিশ্বের সঙ্গে ভারতও সন্ত্রাসবাদের শিকার। সেই সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই যোগ্য নেতা হিসেবে মনে করেন অধিকাংশ ভারতীয় নাগরিক। ইন্ডিয়া টুডে-এক্সিক মাই ইন্ডিয়া যৌথ জরিপে উঠে এসেছে এ তথ্য। গত ১৪ ফেব্রুয়ারি ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পরই দেশটির ২৯টি রাজ্যে এ জরিপ চালায় তারা। দেখা গেছে, জরিপে উত্তরদাতাদের শতকরা ৪৯ ভাগই ব্যাপকভাবে বিশ্বাস করেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের হয়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতম অধিকারী নরেন্দ্র মোদি। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর থেকে অনেকটাই পেছনে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জরিপদাতার মাত্র ১৫ শতাংশ মানুষ মনে করেন সন্ত্রাসবাদ দমনে রাহুলই যোগ্য নেতা। অন্যদিকে ৩ শতাংশ উত্তরদাতা সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সন্ত্রাসবাদ দমনে যোগ্য নেতা হিসেবে মনে করেন। এক্ষেত্রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, বিএসপি নেত্রী মায়াবতী, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব প্রত্যেকেই মাত্র এক শতাংশ ভোট পেয়েছেন।

পুলওয়ামায় জঙ্গি হামলার পরই দেশজুড়ে এ ঘটনার পাল্টা প্রতিশোধের দাবি উঠেছে। হামলার পরই পাকিস্তানকে কার্যত কোণঠাসা করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানকে দেওয়া ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) বা সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের তকমা প্রত্যাহার করে নিয়েছে ভারত। এরপর পাকিস্তান থেকে সব পণ্যের ওপরই আমদানি শুল্ক ২০০ শতাংশ বাড়িয়ে দেয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে পাকিস্তানকে নদীর পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত।

সর্বশেষ খবর