রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সুদানে জরুরি অবস্থা জারি

আফ্রিকার দেশ সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির দেশজুড়ে এক বছরের জন্য জরুরি ব্যবস্থা জারি করে  কেন্দ্রীয় সরকার বিলুপ্ত এবং সব অঙ্গরাজ্যের গভর্নরদের বরখাস্ত করেছেন। শুক্রবার টেলিভিশনে  দেওয়া এক ভাষণে তিনি এ জরুরি অবস্থা জারি করেন বলে জানিয়েছে বিবিসি। তার এ ঘোষণার পর ওমদুরমান শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষেরও খবর পাওয়া গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর আফ্রিকার এ দেশটিতে বশিরবিরোধী তুমুল বিক্ষোভের  দেখা মিলেছে। জরুরি অবস্থা জারির আগে দেশটির ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টিলিজেন্ট সার্ভিসেস (এনআইএসএস) প্রেসিডেন্টকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিল।

 

সর্বশেষ খবর