শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ভোটার ৯০ কোটি, নতুন ১ কোটি ৬০ লাখ

ভারতে লোকসভা নির্বাচন

কলকাতা প্রতিনিধি

ভারতে লোকসভার নির্বাচন আসন্ন। একদিকে যেমন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ভোটের রণকৌশল তৈরি করছে তেমনি প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনও। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে কমিশন। সবমিলিয়ে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই নির্বাচন নিয়েও পারদ চড়ছে।

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে এবারের লোকসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৯০ কোটির মতো। এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা প্রায় ১.৬০ কোটি। যদিও নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় আরও কিছু নতুন ভোটারের নাম সংযোজিত হতে পারে, সেক্ষেত্রে ভোটারের সংখ্যা আরও কিছু বাড়তে পারে। ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী গোটা দেশে ভোটারের সংখ্যা ৮৯.৮৮ কোটি। এর মধ্যে ৪৬.৫ কোটি পুরুষ ভোটার, ৪৩.২ কোটি নারী এবং ৩৩,৩১৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সার্ভিস ভোটারের (সেনা সদস্য, অস্ত্রধারী পুলিশ এবং বিদেশে কর্মরত সরকারি কর্মীরা) সংখ্যা প্রায় ১৬.৬২ লাখ।  ২০১৪ সালের নির্বাচনে মোট ৮৩.৪ কোটি ভোটারের মধ্যে ৪৩.৭০ কোটি পুরুষ, ৩৯.৭ কোটি নারী ও ২৮,৫২৭ তৃতীয় লিঙ্গ এবং সার্ভিস ভোটারের সংখ্যা ছিল ১৩.৬ লাখ।

সর্বশেষ খবর