শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রাশিয়ার ত্রাণ গ্রহণ করেছে ভেনেজুয়েলা

রাশিয়ার ত্রাণ গ্রহণ করেছে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার বর্তমান সরকারকে উৎখাত করতে চাওয়া দেশগুলোর ত্রাণ সীমান্তে আটকে রাখা হলেও রাশিয়ার পাঠানো ত্রাণ গ্রহণ করা হয়েছে। খাদ্য ও ওষুধ মিলিয়ে ৩০০ টন রুশ ত্রাণের কথা আগেই জানিয়েছিলেন মাদুরো। পরবর্তীতে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার’ সহযোগী একটি সংস্থা বিবিসিকে নিশ্চিত করেছে,  ভেনেজুয়েলাতে রাশিয়ার ত্রাণ পাঠানোর বিষয়ে। রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে ত্রাণ নিয়ে  ভেনেজুয়েলায় দেখা দিয়েছে বিরোধপূর্ণ অবস্থান।  হোয়ান গোয়াইদো জানিয়েছেন, তিনি  ভেনেজুয়েলানদের জন্য পাঠানো আন্তর্জাতিক ত্রাণ বিতরণ করতে চান। অন্যদিকে, ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন,  ভেনেজুয়েলা ভিক্ষুক নয়, যে মার্কিন ত্রাণ গ্রহণ করবে। যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা মনে করে, আন্তর্জাতিক ত্রাণ গোয়াইদোর মাধ্যমে ভেনেজুয়েলায় বিতরণ করা সম্ভব হলে তা মাদুরোর ভাবমূর্তিকে  দেশবাসীর সামনে ম্লান করে দিতে সক্ষম হবে।

সর্বশেষ খবর