শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পকে প্রতারক ঠগবাজ বললেন কোহেন

ট্রাম্পকে প্রতারক ঠগবাজ বললেন কোহেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর ও ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন বুধবার কংগ্রেসের এক উন্মুক্ত শুনানিতে বলেছেন, ১০ বছরের  বেশি সময় ধরে তিনি ট্রাম্পকে সমর্থন করে গেছেন। তার জন্য একের পর এক তাকে অন্যায় করতে হয়েছে। এ জন্য তিনি অনুতপ্ত। ট্রাম্পকে রক্ষার জন্য কংগ্রেসের সামনে কোহেনকে মিথ্যা বলতে হয়েছে, এ জন্য তার তিন বছরের সাজা হয়েছে।  কোহেন বলেন, ‘আমি লজ্জিত। কারণ আমি জানি, ট্রাম্প  কেমন মানুষ। তিনি একজন বর্ণবিদ্বেষী, প্রতারক ও ঠগবাজ।’ ট্রাম্পকে মিথ্যাবাদী হিসেবেও চিহ্নিত করেন কোহেন।  কোহেন আশা করেন, যে ভুল তিনি করেছেন, ট্রাম্পের সমর্থকরা সেই একই ভুল করবেন না। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের তত্ত্বাবধান (ওভার সাইট) কমিটির সামনে দিনব্যাপী নাটকীয় শুনানিতে  কোহেন ট্রাম্পের নির্দেশে যেসব বেআইনি ও অসঙ্গত কাজ করেছেন, তার বিবরণ দেন। তিনি নিশ্চিত করেন, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধে যে ১ লাখ ৩০ হাজার ডলার তিনি প্রদান করেছিলেন, তা করা হয়েছিল ট্রাম্পের সরাসরি নির্দেশে। ট্রাম্প তাকে ব্যক্তিগত চেকের মাধ্যমে পর্যায়ক্রমে সে অর্থ পরিশোধ করেন। প্রমাণ হিসেবে কোহেন কমিটির সামনে ৩৫ হাজার ডলারের এশটি চেকের কপি উপস্থিত করেন।

সর্বশেষ খবর