রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চাপে পড়ে অভিনন্দনকে হস্তান্তর করিনি : কোরেশি

চাপে পড়ে অভিনন্দনকে হস্তান্তর করিনি : কোরেশি

শাহ মেহমুদ কোরেশি

হামলা-পাল্টা হামলার পর বিমান ভূপাতিত করে আটক ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দনকে চাপের মুখে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তান চাপের মুখে পড়ে কিংবা বাধ্য হয়ে ভারতীয় পাইলটকে হস্তান্তর করেনি। আমরা তাদের (নয়াদিল্লি) এই বার্তা দিতে চেয়েছি যে, আমরা আপনাদের নাগরিকের সঙ্গে বাজে আচরণ করতে চাই না। আপনাদের ভোগান্তিও বাড়াতে চাই না। আমরা চাই শান্তি।’ ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমান ভূপাতিত করার পর পাইলট অভিনন্দনকে আটক করে পাকিস্তান সেনাবাহিনী। সেখানে দুই দিনের বেশি আটক থাকেন তিনি। প্রধানমন্ত্রী ইমরান খানের ঘোষণার পর শুক্রবার রাতে তাকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান। বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে পাক পররাষ্ট্রমন্ত্রী কোরেশি বলেন, ‘ভারতের রাজনীতির কারণে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে চায় না পাকিস্তান।’

এ সময় তিনি পাকিস্তানের মাটিকে সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না দেওয়ার ঘোষণার কথাও জানান।

সন্ত্রাসী কর্মকাে  মদদ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী কোরেশি বলেন, ‘যদি কোনো সশস্ত্র সংগঠন এমনটা করে থাকে তাহলে তাদের দমনে যথাযথ পদক্ষেপ নিতে আমাদের সরকার বদ্ধপরিকর। আমাদের দেশে কোনো রাষ্ট্রবহির্ভূত কর্মকা কে ছাড় দেওয়া হবে না। আমরা এ অঞ্চলে কোনো যুদ্ধ চাই না।’

সর্বশেষ খবর