সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নেতানিয়াহুর পক্ষে বিপক্ষে বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক ও বিরোধীরা শনিবার তার সমর্থনে ও বিরোধীতায় রাস্তায় নেমেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি অভিযোগ আমলে নেওয়ায় উ™ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজধানী তেলআবিবে নেতানিয়াহু সমর্থকরা নীল ও সাদা রঙের জাতীয় পতাকা ও ‘নেতানিয়াহু জনগণ আপনার পাশে আছে’ ও ‘নেতানিয়াহু আপনি আমার প্রধানমন্ত্রী’ লিখা প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেয়। পুলিশের পাহারায় বিরোধীরা ‘অপরাধী প্রধানমন্ত্রী’ ও ‘নেয়ানিয়াহুর যাবার সময় হয়েছে’ লিখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করে।

ইসরায়েলের আইন অনুযায়ী অভিযুক্ত ও দোষী সাব্যস্ত না হওয়া এবং সব আবেদন খারিজ না হওয়া পর্যন্ত নেতানিয়াহু পদত্যাগ করতে বাধ্য নন। এই প্রক্রিয়াটি খুবই দীর্ঘ। এপ্রিল মাসে আসন্ন সাধারণ নির্বাচনে নেতানিয়াহু পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। এএফপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর