শিরোনাম
মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

তদন্তের আওতায় এবার ট্রাম্পের জামাই সন্তানরাও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরুর অংশ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র জোগাড়ের কাজে নেমেছে দেশটির প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটি। প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যরাও এবার মার্কিন কংগ্রেসের তদন্তের আওতায় পড়ছেন। এরমধ্যে আছেন ছেলে ট্রাম্প জুনিয়র, মেয়ে ইভানকা ট্রাম্প ও জামাতা জ্যারেট কুশনার। প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির প্রধান কংগ্রেসম্যান জেরি ন্যাডলার জানিয়েছেন, তিনি ট্রাম্পের পরিবারের সদস্য ছাড়াও তাঁর ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এমন প্রায় ৬০ জনের কাছে বিভিন্ন নথিপত্র তলব করে চিঠি পাঠাচ্ছেন। ট্রাম্প এবং তার সহযোগীদের বিরুদ্ধে বিচার কাজে বাধা দেওয়া, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ রয়েছে।

ট্রাম্প মার্কিন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছেন বলেও নিজ ধারণা এ সময়ে ব্যক্ত করেন তিনি। এদিকে, শেষ পর্যন্ত ট্রাম্পকে ইমপিচ করা হবে কিনা তদন্তের ফলাফলের ভিত্তিতে তা ঠিক করা হবে।  অবশ্য, কোনো আইনবিরোধী কাজ করেননি বলে অব্যাহতভাবে দাবি করছেন ট্রাম্প। গোয়েন্দা দফতরগুলোর আপত্তি সত্ত্বেও জ্যারেডকে সর্বোচ্চ গোপনীয় অনুমতিপত্র (সিকিউরিটি ক্লিয়ারেন্স) প্রদানের ব্যাপারে ট্রাম্প ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

সর্বশেষ খবর