শুক্রবার, ৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সৌদি যুবরাজের সমালোচনায় মার্কিন আইনপ্রণেতারা

সৌদি যুবরাজের সমালোচনায় মার্কিন আইনপ্রণেতারা

যুবরাজ সালমান

মার্কিন আইনপ্রণেতারা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচনা করেছেন। তিনি ‘পুরাই গুন্ডা’ বনে গেছেন বলেও তারা মন্তব্য করেছেন। বুধবার মার্কিন সিনেটের ফরেন রিলেশন্স কমিটির এক শুনানিতে সিনেটররা সৌদি যুবরাজকে নিয়ে ওই মন্তব্য করেন।

সৌদি আরবে মার্কিন রাষ্ট্রদূতের পদে সাবেক জেনারেল জন আবিজায়িদের মনোনয়ন নিয়ে শুনানি হয়। শুনানির এক পর্যায়ে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেন, মোহাম্মদ বিন সালমান ‘পুরোপুরি গুণ্ডা’ হয়ে গেছেন। আরেক রিপাবলিকান সিনেটর রন জনসনও এই কথাটির পুনরাবৃত্তি করেন। জেনারেল আবিজায়িদকে রিয়াদে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর সাবেক এই চার তারকা জেনারেল সহজেই সিনেটের সমর্থন পাবেন বলে মনে করা হচ্ছে। ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদির আরবের জড়িয়ে পড়া, দেশটির এলোমেলো কূটনৈতিক তৎপরতা ও মানবাধিকার ক্ষুণেœর  ঘটনা তাদের সমালোচনার কেন্দ্রে ছিল। নারী আন্দোলনকারীদের ও এক মার্কিন নাগরিককে নির্যাতন ও প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগির খুনের ঘটনা তাদের আলোচনায় প্রাধান্য পায়। ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই সৌদি আরবে যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূত নেই। এএফপি

সর্বশেষ খবর